Anandapur Fire: প্রিয়জন কী বাড়ি ফিরবে? উৎকন্ঠায় পরিবার
Anandapur: দীর্ঘক্ষণ জেরার পর গতকাল অনেক রাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধর দাস। দমকলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেফতার করা হয় গঙ্গাধরকে। তাঁর বিরুদ্ধে 11 জে, 11 Lফায়ার সার্ভিসেস অ্যাক্ট এবং 105 বিএনএস ধারা ধারায় মামলা। চলছে তদন্ত।
কলকাতা: আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ড ধ্বংসস্তূপ থেকে আরও ৩ জনের দেহ উদ্ধার হল। মোট উদ্ধার হওয়া দেহের সংখ্যা দাঁড়ালো ১৯। বুধবার দুপুরে উদ্ধার হল আরো ৩ জনের দেহ। অন্যদিকে দীর্ঘক্ষণ জেরার পর গতকাল অনেক রাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধর দাস। দমকলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেফতার করা হয় গঙ্গাধরকে। তাঁর বিরুদ্ধে 11 জে, 11 Lফায়ার সার্ভিসেস অ্যাক্ট এবং 105 বিএনএস ধারা ধারায় মামলা। চলছে তদন্ত। অন্যদিকে থানায় বেড়েই চলেছে মিসিং ডায়েরির সংখ্যা।