Maoist Activity In West Bengal: পুরুলিয়ার একাধিক মাওবাদী পোস্টার কেন?

|

Jan 25, 2024 | 1:30 PM

২৬শে জানুয়ারি কী রয়েছে মাওবাদী আক্রমণের আশঙ্কা? জঙ্গলমহলে জোর তৎপরতা।

২ সপ্তাহ আগে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার চাউনিয়ার জঙ্গল থেকে গ্রেফতার মাওবাদী শীর্ষনেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর দা। মঙ্গলবার পুরুলিয়ার কোটশিলা থানার মুরগুমা এলাকায় একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার। পোস্টারে বিভিন্ন দাবিতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বনধের ডাক। ঘটনার পরম্পরায় স্বাভাবিক ভাবেই নতুন করে জঙ্গলমহলে নতুন করে টের পাওয়া যাচ্ছে মাওবাদীদের অস্তিত্ব।

 

এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় রেল পুলিশ। প্রজাতন্ত্র দিবসের ৪৮ ঘন্টা আগে থেকেই স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হল জঙ্গলমহলের স্টেশনগুলি।

 

বাঁকুড়া স্টেশনে এদিন রেল পুলিশ মেটাল ডিটেক্টর, আন্ডার ভেহিকল সার্চ মিরর ও পুলিশ কুকুর নিয়ে চিরুনি তল্লাশি চলায় রেল পুলিশ। শুধু বাঁকুড়া নয়, আদ্রা ও খড়গপুরেও চলছে এই তল্লাশি।