Nabanita Das Gossip: জিতুর সঙ্গে বিচ্ছেদের মামলা, নবনীতা ফের কনের সাজে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 22, 2023 | 9:44 PM

নবনীতা দাস ও জিতু কামালের বিচ্ছেদ বিগত বেশ কিছু দিন ধরেই নেটিজেনদের আলোচনায়। জিতুর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন নবনীতা। তবে আবারও তিনি বিয়ের পিঁড়িতে। না... অফস্ক্রিন নয়, অনস্ক্রিন। তাঁর অভিনীত 'বিয়ের ফুল' ধারাবাহিকের ট্র্যাক বলছে, বিয়ের আর বেশিদিন বাকি নেই

‘থালাইভা’র সাফাই
দেশজুড়ে তুমুল সাফল্য পেয়েছে রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলর’। সেই ছবির বিশেষ প্রদর্শনীতে উত্তরপ্রদেশ যান অভিনেতা। সেখানে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন সুপারস্টার। প্রায় কুড়ি বছরের ছোট মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করতে দেখা যায় তাঁকে। এরপরেই শুরু হয় বিতর্ক। এবার এই বিতর্কের জবাবে রজনী বলেন, “সন্ন্যাসী বা যোগীদের সব সময়ই পা ছুঁয়ে প্রণাম করি। বয়সে ছোট হোক বা বড় হোক।”

করণের বন্ধুত্বে ‘না’ কঙ্গনার
করণ জোহর ও কঙ্গনা রানাওয়াতের আদায়-কাঁচকলা সম্পর্কের কথা কে না জানেন? তবে সম্প্রতি করণ, কঙ্গনার আগামী ছবি ‘Emergency’ দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। আর তাতেই ভয় পাচ্ছেন কঙ্গনা। তাঁর কথায়, “শেষ বার যখন করণ বলেছিল, ও আমার ছবি ‘মণিকর্নিকা’ নিয়ে উত্তেজিত, তারপরেই শুরু হয়ে নোংরা প্রচার। এবারেও একই কথা বলছে, আমি কিন্তু ভয় পাচ্ছি।”

করণ-সলমন জুটি
করণ জোহরের ঝুলিতে এবার সলমন খান। সম্প্রতি সলমনের একের পর এক ছবি ফ্লপ হতে দেখা যাচ্ছে। তাই কি এবার করণ জোহরের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে ফিরতে চান ভাইজান? বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, করণ জোহর নাকি এবার সলমন খানকে নিয়ে ছবি করতে চলেছেন। এখন দেখার, এই জুটি বক্স অফিসে কতটা প্রভাব ফেলে।

এ কী বললেন করণ!
করণ জোহর কি তাঁর দুই সন্তানকে বলিউডে আনতে চলেছেন? নিজেই এই প্রশ্নের উত্তর খোলসা করলেন করণ। জানালেন, তিনি চান রুহি ও যশ ছবি করুক। তবে জোর করতে চান না। ওরা বড় হয়ে যদি ছবির জগতের প্রতি উৎসাহ দেখায়, তবেই হবে। ”আমি তো চাইবই, কিন্তু জোর করব না কোনও দিন”, বলেছেন করণ।

কোন ইতিহাস গড়ল গদর ২?
বর্তমানে খবরের শিরোনামে একটাই ছবির নাম, তা হল সানি দেওল অভিনীত ছবি ‘গদর ২’। বক্স অফিসের পাশাপাশি এবার নয়া রেকর্ড এই ছবির ঝুলিতে। মেক্সিকোতে মুক্তি পেল ‘গদর ২’। এই প্রথম ভারতীয় কোনও ছবি জায়গা করে নিল মেক্সিকোয়।

বেইমান নন প্রিয়াঙ্কা
অনিল শর্মার ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই অনীলেরই ‘গদর ২’ হিট হতে বিদেশ থেকে এক চিঠি পাঠালেন তিনি। তাতে লেখা, “প্রিয় অনিল স্যর। ‘গদর ২’-এর সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা। আগামী কাজের জন্যও আগাম শুভকামনা। ভালবাসা-সহ প্রিয়াঙ্কা ও নিক।” সঙ্গে পাঠিয়েছেন এক ফুলের তোড়াও। সেই ছবি অনিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নেটিজেনদের বক্তব্য, ‘বেইমান নন অভিনেত্রী। মনে রাখেন সব কিছুই’।

বাঁচল সানির ভিলা
সানি দেওলের ভিলা নিলামে উঠছে। খবর পেয়েই যোগাযোগ করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি সানিকে ৩৫-৪০ কোটি টাকা ধার দিয়েছেন বলেই বলিউড সূত্রে খবর। সেই টাকা ব্যাঙ্ককে ফেরত দিতেই বাঁচল ভিলা। খবর ফাঁস হতেই অক্ষয়ের প্রশংসা নেটপাড়ায়।

শ্রাবন্তীর নামে তারা
সম্প্রতি জন্মদিন গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। সেই উপলক্ষ্যেই এবার বড় চমক। এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জের এক নক্ষত্রের নামকরণ করা হল শ্রাবন্তীর নামে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে যা ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ফের বিয়ের পিঁড়িতে নবনীতা
নবনীতা দাস ও জিতু কামালের বিচ্ছেদ বিগত বেশ কিছু দিন ধরেই নেটিজেনদের আলোচনায়। জিতুর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন নবনীতা। তবে আবারও তিনি বিয়ের পিঁড়িতে। না… অফস্ক্রিন নয়, অনস্ক্রিন। তাঁর অভিনীত ‘বিয়ের ফুল’ ধারাবাহিকের ট্র্যাক বলছে, বিয়ের আর বেশিদিন বাকি নেই।