Election Commission: গণ-ইস্তফার হুঁশিয়ারি! কমিশনে ডেপুটেশন জমা ২৩৬টি বুথের BLO-র
SIR in Bengal: এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর কম নয়। বিক্ষোভকারী বিএলও-দের 'তৃণমূল' বলে দাগিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের দাবি, তৃণমূলের কথা কমিশন চলবে না। অন্যদিকে শাসক শিবিরের নেতাদের দাবি, কমিশনকে দিয়েই নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে বিজেপি।
পূর্ব বর্ধমান: বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রায় অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে পুনরায় সুর চড়িয়েছেন বুথ লেভেল আধিকারিকরা। এদিন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গণ-ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন একাধিক বিএলও। রাস্তায় নেমে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। অভিযোগ তুলেছে, তথ্যগত অসঙ্গতির। পাশাপাশি, নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ইতিমধ্যেই এই মর্মে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে মঙ্গলকোটের ২৩৬টি বুথের বিএলও।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর কম নয়। বিক্ষোভকারী বিএলও-দের ‘তৃণমূল’ বলে দাগিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের দাবি, তৃণমূলের কথা কমিশন চলবে না। অন্যদিকে শাসক শিবিরের নেতাদের দাবি, কমিশনকে দিয়েই নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে বিজেপি।