প্রজাতন্ত্র দিবসের আগেই বস্তা ভর্তি ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার
Ammonium Nitrate Recovered: ২৪ জানুয়ারি, শনিবার রাতে রাজস্থানের নাগৌর জেলায় হারসৌর গ্রামে একটি পরিত্যক্ত ওয়ারহাউস থেকে ৯ হাজার ৫৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। মোট ১৮৭টি বস্তায় এই বিস্ফোরক ভরা ছিল। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ।
প্রজাতন্ত্র দিবসের আগেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয় একটি পরিত্যক্ত ওয়ারহাউস থেকে। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ বিস্ফোরক? কী-ই বা উদ্দেশ্য ছিল? জানা গিয়েছে, ২৪ জানুয়ারি, শনিবার রাতে রাজস্থানের নাগৌর জেলায় হারসৌর গ্রামে একটি পরিত্যক্ত ওয়ারহাউস থেকে ৯ হাজার ৫৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। মোট ১৮৭টি বস্তায় এই বিস্ফোরক ভরা ছিল। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। সুলেমান খান নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আগে তিনটি অপরাধমূলক মামলা রয়েছে।