Lionel Messi in Kolkata: মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার!

|

Dec 13, 2025 | 2:54 PM

Lionel Messi Kolkata Visit: যুবভারতী স্টেডিয়ামে এসেও মাত্র ১০ মিনিটে চলে যেতে হল মেসিকে। দর্শকরা দেখতেই পেলেন না এলএম-১০-কে। এতেই ক্ষোভে ফেটে পড়লেন  দর্শকরা। চালালেন স্টেডিয়ামে ভাঙচুর। ছোড়া হল জলের বোতল, ভাঙা হল চেয়ার। মাঠে নেমে পড়েন দর্শকরা।

মেসি উন্মাদনা বদলে গেল উত্তেজনায়। গোট ট্য়ুরে প্রথম স্টপেজই ছিল কলকাতা। আর সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতী স্টেডিয়ামে এসেও মাত্র ১০ মিনিটে চলে যেতে হল মেসিকে। দর্শকরা দেখতেই পেলেন না এলএম-১০-কে। এতেই ক্ষোভে ফেটে পড়লেন  দর্শকরা। চালালেন স্টেডিয়ামে ভাঙচুর। ছোড়া হল জলের বোতল, ভাঙা হল চেয়ার। মাঠে নেমে পড়েন দর্শকরা। ভাঙচুর করা হয় স্টেডিয়ামের শৌচাগার। কার্যত তাণ্ডব চলে। এমনকী মাঠে ভিআইপি-দের জন্য রাখা সোফায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।