রাত তিনটেয় শেষ ফোন, বলল, ‘আমি আর বাঁচব না…’, তারপরই ফোন অফ!
Kolkata Fire: ওই কারখানায় নাইট ডিউটি করছিলেন তিনজন কর্মী। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। পরিবারের এক সদস্য জানান, রাত তিনটে নাগাদ ফোন আসে। আগুন লাগার পর স্ত্রীকে ফোন করে বলেন, “আমি বাঁচতে চাই। আগুন লেগেছে, আর হয়তো বাঁচব না”।
শহরে ফের অগ্নিকাণ্ড। একটি মোমো কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। জানা গিয়েছে, রুবির আরবানার পিছনে একটি ব্রান্ডেড মোমো ও কেক প্রস্তুতকারক সংস্থার ওয়ারহাউসে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে খাক কারখানা। দমকলের ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ওই কারখানায় নাইট ডিউটি করছিলেন তিনজন কর্মী। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। পরিবারের এক সদস্য জানান, রাত তিনটে নাগাদ ফোন আসে। আগুন লাগার পর স্ত্রীকে ফোন করে বলেন, “আমি বাঁচতে চাই। আগুন লেগেছে, আর হয়তো বাঁচব না”। কিছু সময় পর থেকে তাঁর ফোন বন্ধ আসে। এখন চরম উদ্বেগে কারখানার বাইরে দাড়িয়ে রয়েছেন পরিবারের সদস্যরা। পরে জানা যায়, তিনজনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।
Published on: Jan 26, 2026 01:04 PM