Newtown Fire: নিউটাউনে অফিসের দরজা খুলতেই বেরিয়ে এল আগুনের শিখা, তারপরই….
Newtown Fire: দিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিল্ডিংয়ে একটি বেকারি রয়েছে। সেখান থেকেই আগুন লাগে। আইজিপি কেক-র অফিস রয়েছে প্রথম তলায়।
অফিস টাইমে নিউটাউনে আগুন। নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক তল দ্রুত আগুনের গ্রাসে চলে যাচ্ছে। দমকলের ছয়টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। জানা গিয়েছে, এ দিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিল্ডিংয়ে একটি বেকারি রয়েছে। সেখান থেকেই আগুন লাগে। আইজিপি কেক-র অফিস রয়েছে প্রথম তলায়। আজ সকালে একজন কর্মী এসে দেখেন আগুন জ্বলছে অফিসে। দেখেই তিনি অজ্ঞান হয়ে যান। তাঁকে জিরানগাছা ভাঙড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।