Sundarbans News: সুন্দরবনে বড়সড় ধস!

Sundarbans News: সুন্দরবনে বড়সড় ধস!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 02, 2023 | 6:55 PM

নিম্নচাপের অবিরাম বৃষ্টি আর পূর্ণিমার ভরা কটালের জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকার বাঁধে বড়সড় ধস নামল। আজ ভোরে আচমকা ধস নেমেছে নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাঘডাঙা জামালের ঘাটের কাছে চিনাই নদীর মাটির বাঁধে।

নিম্নচাপের অবিরাম বৃষ্টি আর পূর্ণিমার ভরা কটালের জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ও কাকদ্বীপ ব্লকের দুটি এলাকার বাঁধে বড়সড় ধস নামল। আজ ভোরে আচমকা ধস নেমেছে নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বাঘডাঙা জামালের ঘাটের কাছে চিনাই নদীর মাটির বাঁধে। প্রায় ১৫০ মিটার বাঁধ ধসের জেরে পাশের লোকালয়ে জল ঢোকার আশঙ্কা করছে বাসিন্দারা।

অন্যদিকে কাকদ্বীপ ব্লকের রামগোপালপুর পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকায় সপ্তমুখী নদীর বাঁধে গতকাল রাত থেকে একাধিক জায়গায় ধস নেমেছে। বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীতে তলিয়ে গেছে। ব্লক প্রশাসন ও সেচ দপ্তরের কর্মীরা ধস এলাকায় আপদকালীন মেরামতি শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পরশু পর্যন্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। নদীর জলস্তরও বাড়বে। সেক্ষেত্রে ধসের জেরে নতুন করে প্লাবনের আশঙ্কায় আতঙ্কিত সুন্দরবনের সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও মথুরাপুরের নদী ও সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দারা।