Smartphone Use: কে কোন কাজে লাগায় স্মার্টফোন?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2023 | 1:03 PM

Smartphone Users: তবুও মহিলাদের স্মার্টফোন আসক্তি পুরুষদের থেকে বেশি। মেট্রো শহরে স্মার্টফোন ব্যবহারের হার ৫৮% । নন মেট্রো শহরে স্মার্টফোন ব্যবহারকারী ৪১% ।

স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। আজ বিশ্বজোড়া যে কমিউনিকেশন সিস্টেম তার অনেকটা জুড়েই স্মার্ট ফোন। দরকারি এই ডিভাইস কোন কোন কাজে মানুষ ব্যবহার করে তা নিয়ে একটি গবেষণা হয়েছে। সেই গবেষণার রিপোর্ট চমকপ্রদ। অনলাইন শপিংয়ে ব্যবহার হয় ৮০.৮ % স্মার্টফোন। জিনিস অর্ডার করতে ব্যবহার হয় ৬১.৮% স্মার্টফোন। অনলাইন পরিষেবার জন্য ব্যবহার হয় ৬৬.২% স্মার্টফোন। খাবার অর্ডারে ব্যবহৃত হয় ৭৩.২% স্মার্টফোন। ডিজিটাল পেমেন্টে ব্যবহৃত হয় ৫৮.৩% স্মার্টফোন। পুরুষের তুলনায় মহিলারা বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন। যদিও ভারতের ৬২% পুরুষ ও ৩৮% মহিলার স্মার্টফোন আছে। তবুও মহিলাদের স্মার্টফোন আসক্তি পুরুষদের থেকে বেশি। মেট্রো শহরে স্মার্টফোন ব্যবহারের হার ৫৮% । নন মেট্রো শহরে স্মার্টফোন ব্যবহারকারী ৪১% ।