Messi in Kolkata: ক্ষোভ যেন কমছেই না, কী বলছেন মেসিকে দেখতে আসা ভক্তরা?

| Edited By: জয়দীপ দাস

Dec 13, 2025 | 5:50 PM

Messi: বিশৃঙ্খলার মধ্যেই বেশ কিছু দর্শক আহতও হন বলে খবর। শুধু বাংলা নয়, আশপাশের অনেক রাজ্য থেকেই বহু ভক্ত মেসিকে দেখতে ছুটে এসেছিলেন কলকাতা। কিন্তু চরম হতাশা সকলের মধ্যেই। ইতিমধ্যেই গোটা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে।

কলকাতা: ভয়ঙ্কর অবস্থা যুবভারতীর। মেসি বেরিয়ে যেতেই বেনজির বিশৃঙ্খলার ছবি গোটা স্টেডিয়ামে। উপরে ফেলা হল চেয়ার, ভেঙে ফেলা হল তোরণ। সব দর্শকের একটা কথা, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলাম কিন্তু মেসিকেই দেখতে পেলাম না। এমনকী বিশৃঙ্খলার মধ্যেই বেশ কিছু দর্শক আহতও হন বলে খবর। শুধু বাংলা নয়, আশপাশের অনেক রাজ্য থেকেই বহু ভক্ত মেসিকে দেখতে ছুটে এসেছিলেন কলকাতা। কিন্তু চরম হতাশা সকলের মধ্যেই। ইতিমধ্যেই গোটা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। কলকাতা বিমানবন্দ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।