Messi in Kolkata: লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল

| Edited By: Avra Chattopadhyay

Dec 15, 2025 | 9:59 PM

Sajal Ghosh on Yuva Bharati Chaos: মেসির আগমন ভোটমুখী বাংলায় তৈরি করে গেল হাজার বিতর্ক। মুখ পুড়ল এই রাজ্যের। তাও আবার আন্তর্জাতিক স্তরে। যা নিয়ে চড়ল রাজনীতি। বামেরা মনে করালেন সুভাষ চক্রবর্তীর আমলে মারাদোনার আগমনের কথা। বিজেপির এখনও বাংলার বুকে স্মরণ করানোর কিছু নেই। তাঁদের কাছে রয়েছে আশ্বাস, প্রতিশ্রুতি। । সেটাই দিলেন তাঁরা।

কলকাতা: হায়দরাবাদ পারল, মুম্বই পারল, পারল দিল্লিও। কিন্তু একা দায় থেকে গেল বাংলার কাঁধে। মেসির আগমন ভোটমুখী বাংলায় তৈরি করে গেল হাজার বিতর্ক। মুখ পুড়ল এই রাজ্যের। তাও আবার আন্তর্জাতিক স্তরে। যা নিয়ে চড়ল রাজনীতি। বামেরা মনে করালেন সুভাষ চক্রবর্তীর আমলে মারাদোনার আগমনের কথা। বিজেপির এখনও বাংলার বুকে স্মরণ করানোর কিছু নেই। তাঁদের কাছে রয়েছে আশ্বাস, প্রতিশ্রুতি। । সেটাই দিলেন তাঁরা।

এদিন বিজেপি নেতা সজল ঘোষ বললেন, ‘বাংলা দেখিয়েছে পিসির রাজত্বে মেসির কি দশা হয়েছে। লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে। তদন্ত কমিটি গড়েছে, সবটাই লোক দেখানো। মানুষ তো সব দেখেছে, কারা ছিল সেদিন। আমরা মেসিকে আনব। খেলানো হবে। মেসি এসে খেলবে না, বাংলার খেলার উন্নতি ঘটানো হবে।’