Creepiest Doll Island: এই দ্বীপে দেওয়া হয় পুতুলের ফাঁসি!

Jun 11, 2023 | 5:50 PM

Doll Island: জাপানে এমন একটি জঙ্গল রয়েছে সেই জঙ্গল রহস্যময়। সেই জঙ্গলে একবার প্রবেশ করলে বেঁচে ফিরে আসা যায় না। মেক্সিকোতে একটি দ্বীপ দেখতে পাবেন। সেই দ্বীপটি খুব সুন্দর করে সাজানো আছে। দ্বীপে যখনই প্রবেশ করবেন গায়ে কাঁটা দিয়ে উঠবে।

জাপানে এমন একটি জঙ্গল রয়েছে সেই জঙ্গল রহস্যময়। সেই জঙ্গলে একবার প্রবেশ করলে বেঁচে ফিরে আসা যায় না। মেক্সিকোতে একটি দ্বীপ দেখতে পাবেন। সেই দ্বীপটি খুব সুন্দর করে সাজানো আছে। দ্বীপে যখনই প্রবেশ করবেন গায়ে কাঁটা দিয়ে উঠবে। গাছগুলো থেকে ঝুলতে দেখবেন শিশুর দেহ। সেই মৃতদেহগুলি এক একটা এক এক রকমের। দেখে মনে হবে শিশুদের দেওয়া হয়েছে ফাঁসি। কোন মৃতদেহের হাত নেই, কোন মৃতদেহের পা নেই। যে মৃতদেহগুলিকে দেখে শিশু মনে হবে, সেগুলো আসলে শিশু নয়। সেগুলি আসলে পুতুল। মেক্সিকোর এই দ্বীপটি আকর্ষণীয় ঝুলন্ত পুতুলের জন্য। এই দ্বীপে ঘুরে বেড়ায় কিশোরীর আত্মা। আত্মাকে খুশি করার জন্য এক বাসিন্দা পুতুল ঝুলিয়ে রাখতেন। সেই বাসিন্দার নাম ডন জুলিয়ান সান্তানা ব্যারেরা। জানা যায় একটি মেয়ের মৃত্যু হয় জলে ডুবে। তারপর থেকেই সেই কিশোরী আর্তনাদ শোনা যেত। সে কিশোরী বলত তার পুতুল চাই। সেই কিশোরীকে খুশি করার জন্য তিনি গাছে ঝুলিয়ে রাখতেন পুতুল। পুতুলগুলি আবহাওয়ার জন্য ক্রমশ নষ্ট হয়ে যায়। এই দ্বীপে পর্যটকের ঘুরতে যান। এই রহস্যময় দ্বীপকে নিয়ে হলিউড ছবিও আছে।