পুলিশ দাঁড়িয়ে দেখল, শুনানি চলাকালীন মাইক্রো অবজার্ভারকে সপাটে চড়!

|

Jan 25, 2026 | 2:26 PM

Micro Observer: শনিবার কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস সংলগ্ন আইসিডিএস ভবনে এসআইআর-এর শুনানি হচ্ছিল। সেখানেই গিয়েছিলেন ওই মাইক্রো অবজারভার। অভিযোগ, সারাদিন শান্তিপূর্ণভাবে কাজ চললেও সন্ধ্যার দিকে আচমকাই তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ক্যাম্পে ঢুকে ওই সরকারি আধিকারিককে মারধর করে।

SIR এর কাজ দেখভাল করতে আসা মাইক্রো অবজারভারকে মারধর করার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। বিজেপির অভিযোগ, শাসক দলের কর্মী-সমর্থকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। শনিবার কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস সংলগ্ন আইসিডিএস ভবনে এসআইআর-এর শুনানি হচ্ছিল। সেখানেই গিয়েছিলেন ওই মাইক্রো অবজারভার। অভিযোগ, সারাদিন শান্তিপূর্ণভাবে কাজ চললেও সন্ধ্যার দিকে আচমকাই তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ক্যাম্পে ঢুকে ওই সরকারি আধিকারিককে মারধর করে। ঘটনার জেরে  দিব্যেন্দু গড়াই নামে ওই মাইক্রো অবজারভার অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিরাপদে বিডিও অফিসে নিয়ে যায়।