Durgapur Mid Day Meal News: দিনের আলোয় চাল চুরি!
পানাগড় বাজার হিন্দি হাইস্কুলের মিড ডে মিলের চাল পাচার রুখল স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি টোটোয করে বিদ্যালয়ের বস্তা বন্দী চাল পাচার করা হচ্ছে । চাল সহ টোটোটিক আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা । খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
পানাগড় বাজার হিন্দি হাইস্কুলের মিড ডে মিলের চাল পাচার রুখল স্থানীয় বাসিন্দারা । রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি টোটোয করে বিদ্যালয়ের বস্তা বন্দী চাল পাচার করা হচ্ছে । চাল সহ টোটোটিক আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা । খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। খবর দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষকদের। ওই বিদ্যালয়ের মধ্যেই রয়েছে হিন্দি মাধ্যমের প্রাথমিক স্কুল। প্রাথমিক স্কুলের শিক্ষক সুশীল শর্মা জানিয়েছেন তিনি এই বিষয়ে খবর পেয়ে ছুটে আসেন। তবে তাদের স্টোর রুমে তালা লাগানো রয়েছে। হাইস্কুলের স্টোর থেকে চাল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় সাথে যারা যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিদ্যালয়ের অভিভাবকদের সঙ্গে ঘটনাস্থলে আসেন বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনা আজ প্রথম নয়। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়ে প্রতারণা করা হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা সময় মত আসেন না, যখন যার মন হয় চলে যায় বলে অভিযোগ করেন তিনি । ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার সাথে তৃণমূল যুক্ত বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতা । অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি ভবাণী ভট্টাচার্য।