মঞ্চ থেকে নেমে যেতে বলা হল মিমিকে! কেন?
মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। অভিযুক্ত তনয় শাস্ত্রী ক্লাবেরই কর্মকর্তা বলে জানা গিয়েছে। বনগাঁ থানায় এফআইআর দায়ের করেন মিমি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
লগ্নজিতা, স্নিগ্ধজিৎ, এবার মিমি! এবার স্টেজে লাইভ পারফরম্যান্সের মাঝেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। স্টেজ থেকে নেমে যেতে বলা হল তাঁকে। অভিযোগ, এক উদ্যোক্তার বিরুদ্ধে, যিনি পেশায় একজন জ্যোতিষী। রবিবার বনগাঁর নয়াগ্রামে একটি অনুষ্ঠান ছিল মিমি চক্রবর্তীর। উদ্যোক্তা নয়াগোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। রাত পৌনে বারোটায় স্টেজে উঠেছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে পড়েন। মিমির গানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মিমিকে তিনি স্টেজ থেকে নেমে যেতে বলেন। তাতে অপমানিত বোধ করেন মিমি। অভিযুক্ত তনয় শাস্ত্রী ক্লাবেরই কর্মকর্তা বলে জানা গিয়েছে। বনগাঁ থানায় এফআইআর দায়ের করেন মিমি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।