Cooch Behar: নাবালিকাকে অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পড়শি দাদু

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 25, 2026 | 5:49 PM

West bengal: যা ঘিরে তপ্ত হল এলাকা। চলল প্রতিবাদ, অবরোধ। হল লাঠিচার্জও। ঘটনা বৃহস্পতিবারের। মেখলিগঞ্জের জামালদহে নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল এক নাবালিকা। অভিযোগ, সেই সময়ই এক ষাটোর্ধ্ব বৃদ্ধ ওই নাবালিকাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায়, খুনের হুমকি দেয় এবং প্রাণের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

নাবালিকা নদীর ধারে খড়ি আনতে ডেকেছিল ‘দাদু’। কিন্তু তার পরিণতি এতটা ভয়ঙ্ক হবে, তা হয়তো ভাবতে পারেনি সেই নাবালিকা। শনিবার দফায় দফায় উত্তেজনা ছড়াল কোচবিহারের মেখলিগঞ্জ ঘিরে। সেখানে জামালদহে নদীপাড়ে গিয়ে ধর্ষণের শিকার এক নাবালিকা, এমনটাই অভিযোগ। যা ঘিরে তপ্ত হল এলাকা। চলল প্রতিবাদ, অবরোধ। হল লাঠিচার্জও। ঘটনা বৃহস্পতিবারের। মেখলিগঞ্জের জামালদহে নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল এক নাবালিকা। অভিযোগ, সেই সময়ই এক ষাটোর্ধ্ব বৃদ্ধ ওই নাবালিকাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায়, খুনের হুমকি দেয় এবং প্রাণের ভয় দেখিয়ে ধর্ষণ করে।

Published on: Jan 25, 2026 05:47 PM