পাড়ার দাদু ডেকেছিল, সেই কিনা…বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে যেভাবে পাওয়া গেল!
Physical Assault: নদীপাড়ে গিয়ে ধর্ষণের শিকার এক নাবালিকা। মেখলিগঞ্জের জামালদহে নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময়ই এক ষাটোর্ধ্ব বৃদ্ধ ওই নাবালিকাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায়, খুনের হুমকি দেয় এবং ধর্ষণ করে।
নদীপাড়ে গিয়ে ধর্ষণের শিকার এক নাবালিকা। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। মেখলিগঞ্জের জামালদহে নদীপাড়ে খড়ি আনতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময়ই এক ষাটোর্ধ্ব বৃদ্ধ ওই নাবালিকাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায়, খুনের হুমকি দেয় এবং ধর্ষণ করে। প্রতিবেশী এক মহিলা বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে। নির্যাতিতার দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁর দিদিকেও যৌন নির্যাতন করেছিল। তারপর তার দিদির রহস্যমৃত্যু হয়।
Latest Videos
পাড়ার দাদু ডেকেছিল...বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে যেভাবে পাওয়া গেল!
'বড্ড তাড়াহুড়ো হচ্ছে..', SIR নিয়ে কেন ক্ষোভ প্রকাশ করলেন অমর্ত্য সেন
পুলিশ দাঁড়িয়ে দেখল, শুনানি চলাকালীন মাইক্রো অবজার্ভারকে সপাটে চড়!
BDO অফিসে ভাঙচুরে অনুশোচনা নেই, উল্টে BJP-র ঘাড়েই দোষ দিলেন বিধায়ক
