Thar গাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা, আইফোন, ল্যাপটপ! পুলিশ দেখেই দে দৌড়…
Cyber Crime: পুলিশ দেখেই নাম্বার প্লেটহীন থর গাড়ি রেখে চম্পট দিল বেশ কয়েকজন যুবক। পুলিশি তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা,আইফোন সহ একাধিক মোবাইল, ল্যাপটপ ও প্রচুর ডেবিট ও ক্রেডিট কার্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি থেকে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।
পুলিশ দেখেই নাম্বার প্লেটহীন থর গাড়ি রেখে চম্পট দিল বেশ কয়েকজন যুবক। পুলিশি তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা,আইফোন সহ একাধিক মোবাইল, ল্যাপটপ ও প্রচুর ডেবিট ও ক্রেডিট কার্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি থেকে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা। এছাড়া প্রায় ১৫-১৬টি ডেবিট ও ক্রেডিট কার্ড পাওয়া গেছে গাড়ি থেকে। উদ্ধার হয়েছে একটি আইফোন সহ চারটে মোবাইল। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ ও একটি ট্যাব। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কের পালসিট টোল প্লাজার কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সাইবার ক্রাইমে যুক্ত থাকতে পারে গাড়িতে থাকা লোকজন। পুলিশকে দেখেই পালিয়ে যায় তারা।
Published on: Jan 15, 2026 02:48 PM