বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী
নিজস্ব চিত্র

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

sreejayee das |

Mar 09, 2021 | 9:11 AM

বিজেপির ব্রিগেড মঞ্চে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)।

আজ বিজেপির ব্রিগেড জনসভা। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বিধানসভা ভোটের আগে কী বার্তা দেন মোদী, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। রবিবার সকাল থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ১২ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। সকাল থেকেই শিয়ালদহ, হাওড়া স্টেশনে উপচে পড়ছে মানুষের ভিড়।

বিজেপির ব্রিগেড মঞ্চে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। পদ্ম-উত্তরীয় পরিয়ে মিঠুনকে দলে বরণ করে নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়। এ মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই হাজির হবেন নরেন্দ্র মোদী।

 

Published on: Mar 07, 2021 01:21 PM