AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

E10 ডিজেল সম্ভব নয়, বদলে অন্য পরিকল্পনা কেন্দ্রের!

E10 ডিজেল সম্ভব নয়, বদলে অন্য পরিকল্পনা কেন্দ্রের!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Nov 21, 2025 | 11:18 AM

Share

E10 Diesel: ডিজেলেও ইথানল মেশানোর পরিকল্পনা করেছিল মেন্দ্র সরকার। কিন্তু সেই পরিকল্পনা কার্যত হিমঘরে। কারণ, ডিজেলে ইথানলের মিশ্রণ ১০ শতাংশের কাছাকাছি এলেই কমছে গাড়ির স্পিড। এমনকি মাঝে মাঝে বন্ধও হয়ে যাচ্ছে গাড়ি।

পেট্রোলে ইথানল মেশানোর পরিকল্পনা সফল হয়েছে। শুধু ভারতে নয়, গোটা বিশ্বজুড়েই ইথানল মিশ্রিত পেট্রোল মিলছে। আর সেই ক্ষেত্রে সাফল্যের পর এবার ডিজেলেও ইথানল মেশানোর পরিকল্পনা করেছিল মেন্দ্র সরকার। কিন্তু সেই পরিকল্পনা কার্যত হিমঘরে। কারণ, ডিজেলে ইথানলের মিশ্রণ ১০ শতাংশের কাছাকাছি এলেই কমছে গাড়ির স্পিড। এমনকি মাঝে মাঝে বন্ধও হয়ে যাচ্ছে গাড়ি।

তাহলে কী হবে কেন্দ্রের গ্রিন মিশনের? তাহলে কি তেল আমদানি কমানোর যে পরিকল্পনা, তাও চলে যাবে হিমঘরে? আর ইথানলের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এবার আইসোবিউটানল নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে কেন্দ্র।

ইথানলের গঠন C2H5OH অন্যদিকে আইসোবিউটানলের গঠন C4H9OH। এই দুই যৌগই জৈব যৌগ।