Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami, IPL 2025, SRH vs RR: নিজামের শহরে সূর্যোদয়? কামিন্সের বাজি সামি!

Mohammed Shami, IPL 2025, SRH vs RR: নিজামের শহরে সূর্যোদয়? কামিন্সের বাজি সামি!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 23, 2025 | 11:24 AM

Mohammed Shami: ফিরে আসার স্বপ্ন দেখা আর ফিরে আসার মধ্যে আশমান-জমিন ফারাক। অসাধ্য সাধনের আশ্চর্য কাহিনি। কতখানি যন্ত্রণা পেলে তবে সুখী হওয়া যায়? উত্তর দিতে পারবেন একমাত্র মহম্মদ সামি।

হালফিলে ক্রিকেট বিনোদনের স্ক্রিপ্ট হয়ে উঠেছে ধারাভাষ্য। টানটান। রোমাঞ্চকর। ভরপুর মজাদার। বাছাই শব্দের প্রাচুর্য চমকে দেবে। যে বান্দাকে নিয়ে ধারাভাষ্যকারদের বন্দনা ইদানীং থামছেই না, তাঁর প্রত্যাবর্তন চমকে দেওয়ার মতো। ফিরে আসার স্বপ্ন দেখা আর ফিরে আসার মধ্যে আশমান-জমিন ফারাক। অসাধ্য সাধনের আশ্চর্য কাহিনি। কতখানি যন্ত্রণা পেলে তবে সুখী হওয়া যায়? উত্তর দিতে পারবেন একমাত্র মহম্মদ সামি। বছর দুয়েক আগের বিশ্বকাপ ফাইনালই কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে যাচ্ছিল। বিশ্বকাপ আসেনি। তার থেকেও অনেক বেশি যন্ত্রণায় ডুবে গিয়েছিল বাংলার পেসার। এক বছরেরও বেশি সময় বাইশ গজ থেকে দূরে। যে রানআপে দৌড়েছেন চিরকাল, সেখানেই আবার পা রাখবেন, বিশ্বাস হারিয়ে ফেলেছিল অনেকেই। তিনি? একমাত্র তিনিই ভেবেছিলেন, ফিরবেন।

Published on: Mar 23, 2025 11:24 AM