বাবুঘাটে উপচে পড়া ভিড় সাধুদের, কেন আসছেন তাঁরা?

|

Jan 07, 2026 | 7:14 PM

Sadhu in Babughat: প্রতি বছরই এই সময়ে বাবুঘাটে তাদের ভিড় বাড়ে। কারোর মাথায় বিশাল জটা, কারোর আবার পরনে কোনও কাপড় নেই, সারা গায়ে ভস্ম মাখা। বাবুঘাটে ভিড় করছে সাধুরা। সকলেরই গন্তব্য একটাই, গঙ্গাসাগর। শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা।

প্রতি বছরই এই সময়ে বাবুঘাটে তাদের ভিড় বাড়ে। কারোর মাথায় বিশাল জটা, কারোর আবার পরনে কোনও কাপড় নেই, সারা গায়ে ভস্ম মাখা। বাবুঘাটে ভিড় করছে সাধুরা। সকলেরই গন্তব্য একটাই, গঙ্গাসাগর। শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। কপিল মুনীর আশ্রমে যাবেন সাধুরা। সেই জন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন রাজ্য থেকে চলে এসেছেন। এক সাধু বললেন, “কপিল মুনির টানেই গঙ্গাসাগর যাই।”