Partha Chatterjee News: কালো টাকা সাদা করার ফন্দি পার্থকে কে বলেছেন, ফাঁস করলেন অর্পিতা!

Partha Chatterjee News: কালো টাকা সাদা করার ফন্দি পার্থকে কে বলেছেন, ফাঁস করলেন অর্পিতা!

আসাদ মল্লিক

|

Updated on: Aug 23, 2022 | 7:25 PM

Arpita Mukherjee: পার্থ এবং তাঁর দেহরক্ষীর কল লিস্ট থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী, হাওলা কারোবারি সহ ২ ব্যাঙ্কারের ফোন নম্বর পাওয়া গিয়েছে। সেই ২ ফোন নম্বরের সূত্র ধরেই কোটি কোটি টাকার রহস্যভেদের লক্ষ্যে ইডি।

কলকাতা: এসএসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার গোয়েন্দাদের নজরে ব্যাঙ্কার দম্পতি। ইডি সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা সাদা করার উপায় নাকি বলে দিয়েছিলেন তাঁরাই। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর দেহরক্ষীর কল লিস্ট খতিয়েই এই নতুন তথ্য এসেছে ইডির হাতে। অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, এই ব্যাঙ্কার দম্পতি দক্ষিণ কলকাতার বাসিন্দা এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। একাধিক নৈশ বৈঠকে এই দম্পতির উপস্থিতি থাকত পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

সূত্রের খবর, পার্থ এবং তাঁর দেহরক্ষীর কল লিস্ট থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী, হাওলা কারোবারি সহ ২ ব্যাঙ্কারের ফোন নম্বর পাওয়া গিয়েছে। সেই ২ ফোন নম্বরের সূত্র ধরেই কোটি কোটি টাকার রহস্যভেদের লক্ষ্যে ইডি। গোয়েন্দারা জানতে পেরেছেন, একাধিক নথি (আধার, প্যান, ভোটার কার্ড ইত্যাদি) সংগ্রহ করে সেগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতেন ব্যাঙ্কার দম্পতি। এমন প্রায় শতাধিক অ্যাকাউন্টেই জমা হয়েছে লক্ষ লক্ষ টাকা। এমনকি সেইসব অ্যাকাউন্টের নথি দিয়েই তৈরি হয়েছে একাধিক ভুয়ো কোম্পানি। আর সেই কোম্পানিকে ব্যবহার করেই সাদা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা, অনুমান ইডির। এবার সেই দম্পতিকে জেরার তোড়জোড় শুরু করেছেন তদন্তকারীরা। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার বাইরেও আরও কোটি কোটি টাকা বাজারে ঘুরছে।

Published on: Aug 23, 2022 07:12 PM