Dilip Ghosh News: বেসুরো মন্তব্যের জের, দিলীপে ক্ষুব্ধ, রিপোর্ট চাইল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

Dilip Ghosh News: বেসুরো মন্তব্যের জের, দিলীপে ক্ষুব্ধ, রিপোর্ট চাইল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 23, 2022 | 2:30 PM

রবিবার সিবিআই সম্পর্কে দিলীপ ঘোষের 'সেটিং' তত্ত্বেই চোটেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, দিলীপ ঘোষ সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে যে মন্তব্য করেছিলেন, সেই সব ভিডিয়ো ক্লিপও দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

কলকাতা: সম্প্রতি সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তারপরই বিজেপির শীর্ষ নেতৃত্বের রোষানলে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, দিলীপ ঘোষের মন্তব্যের পরই এই বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ নেতৃত্ব। এর আগেও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ‘সেন্সর’ করা হয়েছিল দিলীপ ঘোষকে। রবিবার সিবিআই সম্পর্কে দিলীপ ঘোষের ‘সেটিং’ তত্ত্বেই চোটেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, দিলীপ ঘোষ সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে যে মন্তব্য করেছিলেন, সেই সব ভিডিয়ো ক্লিপও দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সিবিআই প্রসঙ্গে দিলীপ ঘোষের ‘সেটিং’ তত্ত্ব রবিবারই খারিজ করে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু দিলীপ ঘোষ নিজের বক্তব্যে অনড় থেকে ফের সিবিআইয়ের প্রতি অনাস্থা প্রকাশ করেন। তিনি জানান, ‘সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু ন্যায় পাইনি। ভোটের পর আমাদের ৬০ জন কর্মী হত্যা হয়েছেন। কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছিল, তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে। কিন্তু সিবিআই তো এফআইআর দায়েরই করতে পারল না। সিবিআই কার, তা নিয়ে কিছু বলতে চাই না সিবিআই, ইডি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করে। ইডি অনেক ভাল কাজ করেছে। প্রমাণ করে দিয়েছে, তারাই সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি।’ সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতাদের আক্রোশ এর মুখে পড়লেন সাংসদ দিলীপ ঘোষ।

Published on: Aug 23, 2022 12:07 AM