Anubrata Mondal News: PWD-র রাস্তা দখল করে অনুব্রতর আত্মীয়ের বিলাসবহুল রিসর্ট

Anubrata Mondal News: PWD-র রাস্তা দখল করে অনুব্রতর আত্মীয়ের বিলাসবহুল রিসর্ট

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Aug 22, 2022 | 10:28 PM

Anubrata Mondal News: পিডব্লিউডির রাস্তা দখল করে নাকি তৈরি হয়েছে অনুব্রত মণ্ডলের ভাগ্নের রিসর্ট। এই রিসর্টের পাঁচিল উঠছে রাজ্য সড়কের একেবারে পাশ দিয়ে। দখল হয়ে গিয়েছে দুপাশে থাকা নয়ানজুলি

বোলপুর: চারদিনে দুটি রাইস মিলে সিবিআই রেড। এবার অনুব্রতর এক আত্মীয়ের বিলাসবহুল রিসর্টের খোঁজ পাওয়া গেল বোলপুরেই। অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের স্ত্রীর নামে রয়েছে এই রিসর্ট। তিনি বলছেন, “লোন নিয়ে এই রিসর্ট কিনেছি”। বিরোধীদের অভিযোগ এই রিসর্ট তৈরিতে খেটেছে অনুব্রত মণ্ডলের টাকা। সঙ্গে স্থানীয় মানুষ বলছেন, অনুব্রত মণ্ডলের রিসর্ট এটি, আমরা এটাই শুনেছি, আর ওর ভাগ্নে এই রিসর্ট পরিচালনা করেন। শুধু তাই নয় রয়েছে আরও বড় অভিযোগ। পিডব্লিউডির রাস্তা দখল করে নাকি তৈরি হয়েছে এই রিসর্ট। এই রিসর্টের পাঁচিল উঠছে রাজ্য সড়কের একেবারে পাশ দিয়ে। দখল হয়ে গিয়েছে দুপাশে থাকা নয়ানজুলি। এই রিসর্টে যাওয়ার পথে কেউ বা কারা ফলো করে TV9 বাংলার গাড়িকে। এর পরই দেখা যায় তালা দিয়ে দেওয়া হয়েছে রিসর্টের গেটে।

কোনও মতে রিসর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, “আমার কাজ গেস্টকে দেখভাল করা। আমার মালিক পারমিতা ঘোষ, এর বাইরে আমি কিছু জানি না”। যদিও এই ঘটনায় মুখ খুলতে চাইছেন না সাধারণ মানুষ। তবে কেউ কেউ মুখ খুলছেন। তাঁরা বলছেন, ক্যামেরায় মুখ দেখা গেলে, নাম শোনা গেলে তাঁদের অনেক ক্ষতি হয়ে যাবে। ভয়ে সিঁটিয়ে রয়েছেন তাঁরা।