এক দলে এতজন হুমায়ুন কবীর!

Dec 22, 2025 | 11:08 PM

ভরতপুর ও রেজিনগর- দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন বর্তমান বিধায়ক হুমায়ুন। ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবীর। তিনি পেশায় ব্যবসায়ী। রানিনগর থেকে যিনি লড়বেন, তাঁর নামও হুমায়ুন কবীর। রানিনগরের প্রার্থী ডাঃ হুমায়ুন কবীর ২০১৬ সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কংগ্রেসের কাছে হেরে যান।

মুর্শিদাবাদ থেকে কলকাতা- একাধিক জায়গার জন্য প্রার্থী ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। অনেক বিক্ষুব্ধ নেতা-নেত্রীকেও এদিন দেখা গিয়েছে তাঁর মঞ্চে। যেমন- প্রার্থীদের মধ্যে মনীষা পাণ্ডে ছিলেন তৃণমূলের নেত্রী। তালিকায় রয়েছেন একাধিক হুমায়ুন কবীর।

ভরতপুর ও রেজিনগর- দুই কেন্দ্র থেকে নিজে লড়বেন বর্তমান বিধায়ক হুমায়ুন। ভগবানগোলায় লড়বেন আর এক হুমায়ুন কবীর। তিনি পেশায় ব্যবসায়ী। রানিনগর থেকে যিনি লড়বেন, তাঁর নামও হুমায়ুন কবীর। রানিনগরের প্রার্থী ডাঃ হুমায়ুন কবীর ২০১৬ সালে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কংগ্রেসের কাছে হেরে যান।