Motorola Razr 40 Ultra: বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন!

Motorola Razr 40 Ultra: বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 28, 2023 | 9:34 AM

বাজারে আসছে সব থেকে পাতলা স্মার্টফোন। Motorola Razr 40 Ultra ফোনটি আসছে ভারতে। এই ফোনে আছে বিশ্বের সবচেয়ে বড় ডিসপ্লে।মোবাইলের ডিসপ্লে সাইজ ৩.২ ইঞ্চি।

বাজারে আসছে সব থেকে পাতলা স্মার্টফোন। Motorola Razr 40 Ultra ফোনটি আসছে ভারতে। এই ফোনে আছে বিশ্বের সবচেয়ে বড় ডিসপ্লে।মোবাইলের ডিসপ্লে সাইজ ৩.২ ইঞ্চি। এই ফোনের স্ক্রিনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। ফোনের রিফ্রেশ রেট 144Hz। আপনি এই ফোনের ডিসপ্লের রেজোলিউশন পাবেন 1056×1066। Motorola Razr 40 Ultra ফোনের বাইরের প্যানেলে কিছু কাস্টমাইজড শর্টকাট আছে। সেখানে সাপোর্ট করবে একাধিক অ্যাপও। গুগল ম্যাপ, নেভিগেশন,মিউজিক কন্ট্রোলের মতো বেশ কিছু অপশন পাবেন। ফোনের ভেতরের দিকে একটি ৬.৯ ইঞ্চির LTPO স্ক্রিন আছে। এছাড়াও SGS আই সুরক্ষা পাবেন এই ফোনে। এই ফোনটির সব স্পেসিফিকেশন প্রকাশ করা হবে ২২ জুন। এখনও এই ফোনের দাম কত হবে, তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এই ফোনের দাম হতে পারে প্রায় ৮০,০০০ টাকা।