Matua protest: সোমবার পথে মতুয়ারা, শিয়ালদহ থেকে বিরাট মিছিল

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2025 | 7:46 PM

একজন জানালেন, "দেরী হওয়ার কারণে নাম উঠেছে। মতুয়ারা এতদিন ভোট দিয়েছেন। আর এদের ভোটে তৃণমূল, বিজেপি, সিপিএম অনেকেই জিতেছেন। আজকে কেন্দ্র সরকার কমিশনকে ঢাল করে বাকি মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তারই প্রতিবাদে পথে নেমেছি আমরা। মতুয়ারা হল ভারতের জনগণ। আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যাবে না।"

এসআইআর ইস্যুতে ফের পথে মতুয়ারা। শিয়ালদহ থেকে সিইও দফতর পর্যন্ত এই মিছিল। তাঁদের একটাই দাবি, নিঃস্বার্থ নাগরিকত্ব। মতুয়া, নমঃশূদ্রদের যাতে কোনও ভাবেই বঞ্চিত করা না যায় সেই দাবিতে পথে নেমেছেন তাঁরা। একজন জানালেন, “দেরী হওয়ার কারণে নাম উঠেছে। মতুয়ারা এতদিন ভোট দিয়েছেন। আর এদের ভোটে তৃণমূল, বিজেপি, সিপিএম অনেকেই জিতেছেন। আজকে কেন্দ্র সরকার কমিশনকে ঢাল করে বাকি মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তারই প্রতিবাদে পথে নেমেছি আমরা। মতুয়ারা হল ভারতের জনগণ। আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যাবে না।”