Murshidabad: আজও উত্তপ্ত বেলডাঙা, দুপুরে নামল পুলিশ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 17, 2026 | 7:18 PM

Murshidabad: পুলিশের নিষ্কৃয়তাও নিয়েও উঠছিল প্রশ্ন। অবশেষে ২৪ ঘণ্টা পেরনোর পর হঠাৎ ‘মৌনব্রত’ ভেঙে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে ময়দানে নামল বিশাল বাহিনী। করা হল লাঠিচার্জ। যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন এতক্ষণ কেন চুপ ছিল পুলিশ, তখন পুলিশ সুপারের যুক্তি, ‘আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু হঠাৎ করে তো লাঠিপেটা করা যায় না তাই….’ 

দুদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙা জ্বলছে। পুলিশ কোথায়? জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে, রেল অবরোধ হচ্ছে। কিন্তু পুলিশ কোথায়? মার খাচ্ছেন সাংবাদিকরা, রেলগেট ভাঙা হচ্ছে, কিন্তু পুলিশ কোথায়? বারবার বিরোধীরা অভিযোগ করছিলেন। পুলিশের নিষ্কৃয়তাও নিয়েও উঠছিল প্রশ্ন। অবশেষে ২৪ ঘণ্টা পেরনোর পর হঠাৎ ‘মৌনব্রত’ ভেঙে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে ময়দানে নামল বিশাল বাহিনী। করা হল লাঠিচার্জ। যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন এতক্ষণ কেন চুপ ছিল পুলিশ, তখন পুলিশ সুপারের যুক্তি, ‘আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু হঠাৎ করে তো লাঠিপেটা করা যায় না তাই….’