India Muslim Population: বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা, কী বলছে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতর?
লোকসভায় দেশের সংখ্যালঘু দফতরের মন্ত্রী একটি পরিসংখ্যান দিয়েছেন। মন্ত্রী বলেন ২০২৩এ দেশে মুসলিম জনসংখ্যা প্রায় ১৯.৭ কোটি। ২০২৩ এর মধ্যেই দেশের মুসলিম জনসংখ্যা ১৯.৭ কোটি অতিক্রম করবে। ২০১১র আদমশুমারিতে দেশের জনসংখ্যার ১৪.২% ছিল মুসলিম জনসংখ্যা।
লোকসভায় দেশের সংখ্যালঘু দফতরের মন্ত্রী একটি পরিসংখ্যান দিয়েছেন। মন্ত্রী বলেন ২০২৩এ দেশে মুসলিম জনসংখ্যা প্রায় ১৯.৭ কোটি। ২০২৩ এর মধ্যেই দেশের মুসলিম জনসংখ্যা ১৯.৭ কোটি অতিক্রম করবে। ২০১১র আদমশুমারিতে দেশের জনসংখ্যার ১৪.২% ছিল মুসলিম জনসংখ্যা। ২০১১র তুলনায় ২.৫ কোটি বেড়েছে মুসলিম জনসংখ্যা। ২০১১ য় দেশের মুসলিম জনসংখ্যা ছিল ১৭. ২ কোটি।
জনসংখ্যা ছাড়াও লোকসভায় স্মৃতি ইরানি আবাসন, শৌচাগার,স্বাক্ষরতার হার, শ্রমশক্তির অংশগ্রহণ, ও পানীয় জলের খতিয়ান তুলে ধরেন। জাতিসংঘের পরিসংখ্যানে ২০২৩ এর মাঝেই চিনকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী হবে ভারত। চিনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য ২০২২ এ চিনের জনসংখ্য়া ছিল ১৪১ কোটি ২০ লক্ষ। ২০২৩ এ ভারতের জনসংখ্যা প্রায় ১৩৯ কোটি। স্মৃতি ইরানির পেশ করা তথ্যে শুরু হয়েছে বিতর্ক। আসাদউদ্দিন ওয়াইসি ও তৃণমূল সাংসদ মালা রায় স্মৃতিকে প্রশবাণে বিদ্ধ করেন। মালা রায় মুসলিমদের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে জানতে চান। প্রশ্নের কোনও উত্তর দেননি স্মৃতি।