Humayun Kabir: মুসলিম ভোট ভাগ করতেই হুমায়ুনের বড় সিদ্ধান্ত?

| Edited By: সোমনাথ মিত্র

Jul 24, 2025 | 9:54 PM

আগামী ১৫ অগস্টের পর নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন হুমায়ুন কবীর। লক্ষ্য একটাই—সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিজের প্রভাব বাড়িয়ে অন্তত ৫০টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া। যদিও বারবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও ভোলেননি তিনি। হুমায়ুন বলছেন, “নেত্রীই মুখ্যমন্ত্রী হবেন। নেত্রীর কোনও বিকল্প নেই। নেত্রীর আমার মতো লোকের দরকার হবে না।” আবার তাঁর সংযোজন, “নেত্রীকে […]

আগামী ১৫ অগস্টের পর নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন হুমায়ুন কবীর। লক্ষ্য একটাই—সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিজের প্রভাব বাড়িয়ে অন্তত ৫০টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া। যদিও বারবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও ভোলেননি তিনি। হুমায়ুন বলছেন, “নেত্রীই মুখ্যমন্ত্রী হবেন। নেত্রীর কোনও বিকল্প নেই। নেত্রীর আমার মতো লোকের দরকার হবে না।” আবার তাঁর সংযোজন, “নেত্রীকে ক্ষমতায় রেখেই যাতে ওই সব জায়গায় (মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর) ভোটাররা যোগ্য সম্মান পায়, সেটাই আমার চেষ্টা।” তবে প্রশ্ন উঠছে, এতটা নেত্রীমুগ্ধ হয়ে তবুও আলাদা দল গঠন করার পেছনে তাঁর আসল উদ্দেশ্য কী? মুসলিম ভোট ভাগ করে তৃণমূলকে চাপেই ফেলতে চাইছেন না তো হুমায়ুন? আর কী বললেন তিনি, দেখুন ভিডিয়ো