Nadia: ৩০ বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন, এনুমারেশন ফর্ম পাওয়ার পরই ‘আতঙ্কে’ মৃত্যু

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 10, 2025 | 2:20 PM

Nadia: মৃতের স্ত্রী বলেন, "তিরিশ বছরের বেশি সময় হয়ে গিয়েছে, আমরা এখানে এসেছি। ওর ভোটার আধার কার্ডও ছিল। কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায়, তখন থেকে চিন্তা শুরু করে। আমি কিছু বলতে গেলেই বলে, বেশি আমার কানের সামনে বক বক করো না তো। 

নদিয়া: এসআইআর আবহে আরও এক মৃত্যু। পরিবারের অভিযোগ, আতঙ্কেই মৃত্যু।  নদিয়ার তাহেরপুরে মৃত বৃদ্ধের নাম শ্যামলকুমার সাহা। ৩০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দা শ্যামলকুমার সাহা। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। পরিবারের দাবি, বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যামলকুমারের। মৃতের স্ত্রী বলেন, “তিরিশ বছরের বেশি সময় হয়ে গিয়েছে, আমরা এখানে এসেছি। ওর ভোটার আধার কার্ডও ছিল। কিন্তু যখন থেকে এনুমারেশন ফর্ম দিয়ে যায়, তখন থেকে চিন্তা শুরু করে। আমি কিছু বলতে গেলেই বলে, বেশি আমার কানের সামনে বক বক করো না তো।