Narendra Modi: মনোসংযোগ বাড়াতে যোগাভ্যাস জরুরি, যা মানুষের নিজের উন্নতি ঘটাতে সাহায্য করে: নরেন্দ্র মোদী
International Yoga Day 2024: আজ দশম বিশ্ব যোগ দিবস। কাশ্মীরের ডাল লেকের ধারে যোগাভ্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশে ডাল লেকের সৌন্দর্য্য, ভাসছে শিকারা। তার মধ্যেই যোগব্যায়ামের গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী।
আজ দশম বিশ্ব যোগ দিবস। কাশ্মীরের ডাল লেকের ধারে যোগাভ্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশে ডাল লেকের সৌন্দর্য্য, ভাসছে শিকারা। তার মধ্যেই দেশের মানুষের কাছে যোগব্যায়ামের গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী।
“মানুষ অনেক সময় যোগ কী তা বুঝতে পারে না। তারা থমকে যায়। কিন্তু মানুষকে ধ্যানের কথা যদি সরলভাবে বোঝানো হয় তাহলে মানুষ বুঝতে পারবে। ধ্যান আসলে মনসংযোগের সঙ্গে যুক্ত। আপনারা দেখবেন অনেকে স্মৃতি শক্তি বাড়াতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। আর মনোসংযোগের সঙ্গে করা যে কোনও কাজ অন্য কাজের তুলনায় অনেক ভাল হয়। মনোসংযোগ মানুষের নিজের বিকাশ ঘটাতেও সাহায্য করে। আর মনোসংযোগের জন্য যোগব্যায়াম অত্যন্ত জরুরি”, বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Published on: Jun 21, 2024 01:36 PM
Latest Videos