e তামিলনাডু থেকেও বাংলার ভোট নিয়ে বার্তা শাহর, কী বললেন? - Bengali News | NDA will form government in West Bengal, says Amit Shah from a rally in Tamil Nadu | TV9 Bangla News

তামিলনাডু থেকেও বাংলার ভোট নিয়ে বার্তা শাহর, কী বললেন?

Jan 05, 2026 | 4:41 PM

কয়েকদিন আগেই ৩ দিনের সফরে বাংলায় এসেছিলেন তিনি। আর কলকাতায় পা রেখেই বলেছিলেন, ছাব্বিশে পশ্চিমবঙ্গে পরিবর্তন সুনিশ্চিত। বাংলায় বিজেপি দুই-তৃতীয়াংশ আসন পাবে বলে মন্তব্য করেছিলেন। আর সোমবার তামিলনাড়ুতে সভা করতে গিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে বাংলার ভোটের কথা। তামিলনাড়ু থেকে তাঁর দাবি, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি। তিনি বলেন, "২০২৫ সালে বিহারে ইন্ডি জোটকে আমরা সাফ করে দিয়েছি। এবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর পালা। ২০২৪ ও ২০২৫ ভারতীয় জনতা পার্টির জয়ের বছর ছিল। আর ২০২৬ সালে বিশাল জনমত নিয়ে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সরকার গড়বে এনডিএ।"

কয়েকদিন আগেই ৩ দিনের সফরে বাংলায় এসেছিলেন তিনি। আর কলকাতায় পা রেখেই বলেছিলেন, ছাব্বিশে পশ্চিমবঙ্গে পরিবর্তন সুনিশ্চিত। বাংলায় বিজেপি দুই-তৃতীয়াংশ আসন পাবে বলে মন্তব্য করেছিলেন। আর সোমবার তামিলনাড়ুতে সভা করতে গিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠে বাংলার ভোটের কথা। তামিলনাড়ু থেকে তাঁর দাবি, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি। তিনি বলেন, “২০২৫ সালে বিহারে ইন্ডি জোটকে আমরা সাফ করে দিয়েছি। এবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর পালা। ২০২৪ ও ২০২৫ ভারতীয় জনতা পার্টির জয়ের বছর ছিল। আর ২০২৬ সালে বিশাল জনমত নিয়ে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে সরকার গড়বে এনডিএ।”