তড়িঘড়ি শমীক, সুকান্তদের সঙ্গে বৈঠক নিতিনের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 20, 2026 | 10:01 PM

মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য়র সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেন নিতিন নবীন। সূত্রের খবর, সভাপতি নির্বাচিত হওয়ার পর চলতি মাসেই বাংলায় আসতে পারেন নবীন। রাজ্য সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন সভাপতি।

বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি পদে মঙ্গলবার শপথ নিয়েছেন নিতিন নবীন। সোমবারই নির্বাচিত হন তিনি। সূত্রের খবর, নির্বাচিত হওয়ার আগেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন নিতিন নবীন। মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য়র সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেন নিতিন নবীন। সূত্রের খবর, সভাপতি নির্বাচিত হওয়ার পর চলতি মাসেই বাংলায় আসতে পারেন নবীন। রাজ্য সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন সভাপতি। এদিনের শপথ অনুষ্ঠানেও পশ্চিমবঙ্গের কথা শোনা যায় নিতিনের মুখে।