অ্যাপে এবার নতুন নির্দেশিকা, ক্ষুব্ধ BLO-দের একাংশ!

Jan 04, 2026 | 4:38 PM

Election Commission Of India: অ্যাপে আপডেটের ফলে ক্ষুব্ধ হয়েছেন বিএলওদের একাংশ। তার কারণ, যেভাবে ক্রমাগত আপডেট হচ্ছে এই বিএলও অ্যাপ, যেভাবে নতুন নতুন বিষয় যোগ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই বিষয়ে অবগত হচ্ছেন না বিএলওরা। তাতেই ক্ষুব্ধ হয়েছেন বিএলওদের একাংশ।

হিয়ারিংয়ের নোটিস দেওয়ার সময় এবার ছবি তুলতে হবে, এমনই নির্দেশিকা এসেছে বিএলও অ্যাপে। আপলোড করতে হবে লাইভ ফটো। উল্লেখ্য, এই বিএলও অ্যাপ ক্রমাগত আপডেট হচ্ছে। আর এই শুনানির পর্যায়ে এসেও সেই আপডেটের কমতি নেই। এমনই দাবি করছে বিএলওরা।

নতুন এই আপডেটের ফলে ক্ষুব্ধ হয়েছেন বিএলওদের একাংশ। তার কারণ, যেভাবে ক্রমাগত আপডেট হচ্ছে এই বিএলও অ্যাপ, যেভাবে নতুন নতুন বিষয় যোগ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই বিষয়ে অবগত হচ্ছেন না বিএলওরা। তাতেই ক্ষুব্ধ হয়েছেন বিএলওদের একাংশ। তবে, কমিশন বলছে, এই শুনানি পর্বকে আরও স্বচ্ছ রাখতেই এই ছবি তোলা আশু প্রয়োজন। আর সেই কারণেই নতুন এই অপশনটি যোগ করা হয়েছে।

Published on: Jan 04, 2026 04:38 PM