Weather: নির্ভুল পূর্বাভাসের জন্য নতুন ব্যবস্থা
খুব তাড়াতাড়ি আরও অনেক নতুন প্রযুক্তি নিয়ে আসতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। খুব শীঘ্রই মালদা এবং ডায়মন্ড হারবারে দুটি নতুন রাডার লাগানো হবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের জন্য সুখবর। খুব তাড়াতাড়ি আরও অনেক নতুন প্রযুক্তি নিয়ে আসতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। খুব শীঘ্রই মালদা এবং ডায়মন্ড হারবারে দুটি নতুন রাডার লাগানো হবে বলে জানা গিয়েছে। মৌ স্বাক্ষর করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাছাড়া মিডিয়ার সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত কর্মশালা করা হয়। যাতে সঠিক পূর্বাভাস দেওয়ার ব্যাপারে কোনও খামতি না থাকে সেদিকেও নজর রাখা হবে।
বাংলার সঙ্গে সঙ্গে গোটা দেশেই আবহাওয়া দপ্তরে আরো বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। যাতে আরো সঠিক পূর্বাভাস দেওয়া যায় সেদিকে খেয়াল রাখা হবে। জীবনহানি সম্পত্তি ক্ষতির বাঁচানো সম্ভব হয়। খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের মোবাইল ফোনেও সরাসরি আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে যাবে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
Latest Videos