IPL 2023: লখনউ সুপার জায়ান্টসে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে নিকোলাসকে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 30, 2023 | 8:19 PM

এবার মিনি অকশনে নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকার বিশাল অঙ্কে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে নিকোলাসকে। উইকেট কিপিং, ব্য়াটিং-বোলিং, সব দিক থেকেই লখনউকে ভরসা দিতে পারেন নিকোলাস

শেষ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এলিমিনেটরে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের কাছে হেরে তিন নম্বরে শেষ করে। গ্রুপ পর্বে ৯টি জয় এবং পাঁচ ম্যাচে হার। অভিষেকের নিরিখে খুব খারাপ নয়। এ বারের দল – অধিনায়ক লোকেশ রাহুল , আবেশ খান, আয়ুষ বাদোনি, কুইন্টন ডি’কক, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, প্রেরক মানকড়, কাইল মেয়ার্স, অমিত মিশ্র, মহসিন খান, নবীন উল হক, ক্রুনাল পান্ডিয়া, নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, ড্যানিয়েল স্য়ামস, করণ শর্মা, রোমারিও শেপার্ড, মার্কাস স্টইনিস, স্বপ্নিল সিং, জয়দেব উনাদকাট, মনন ভোরা, মার্ক উড, মায়াঙ্ক যাদব, যশ ঠাকুর, যুধবীর সিং। লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে ১ এপ্রিল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করবে। লখনউ শিবিরে শুরুতে সমস্য়া হবে কুইন্টন ডি’ককে না পাওয়া। ৩ এপ্রিল স্কোয়াডে যোগ দেবেন কুইন্টন। ৩ এপ্রিল ম্য়াচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রথম দু-ম্য়াচে অন্তত কুইন্টনকে পাওয়ার সম্ভাবনা নেই । গত মরসুমে লখনউ শিবিরে সফল পেসার মহসিন খানের অস্ত্রোপচার হয়েছে । এখনও বোলিং শুরু করেননি এই বাঁ হাতি স্পিনার । এবার মিনি অকশনে নিকোলাস পুরানকে ১৬ কোটি টাকার বিশাল অঙ্কে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে নিকোলাসকে। উইকেট কিপিং, ব্য়াটিং-বোলিং, সব দিক থেকেই লখনউকে ভরসা দিতে পারেন নিকোলাস। মহসিনকে পাওয়া না গেলেও অভিজ্ঞ বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট রয়েছেন লখনউ শিবিরে ।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla