নিপা নিয়ে সতর্কতা, কাদের কোয়ারেন্টাইনে রাখা হবে?
Nipah Virus Treatment: কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির দিনে দুইবার চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসর্গ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে।
এবার নিপা সংক্রমণ নিয়ে গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে থাকা ব্যক্তি ও তাদের দেখভালের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতরের ৫ সদস্যের চিকিৎসক দল। স্বাস্থ্য দফতরের গাইডলাইনে বলা হয়েছে, নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, হাঁচি-কাশি বা ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ‘হোম কোয়ারেন্টাইন’ করতে হবে। নিপা আক্রান্ত বা উপসর্গ থাকা ব্যক্তির সঙ্গে বদ্ধ জায়গায় থাকা মানেই ‘হাই রিস্ক’ বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।