Nirmala Mishra: ‘এমন একটি ঝিনুক’ গাইতে চাননি নির্মলা

| Edited By: Tapasi Dutta

Aug 19, 2023 | 2:33 PM

স্বভাব চঞ্চল ছিলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের ডাক নাম ছিল 'ঝামেলা'। সারাক্ষণ প্রাণশক্তিতে ভরপুর ছিলেন নির্মলা মিশ্র। বাংলা গানের একের পর এক হিট দেন এই শিল্পী। নির্মলা মিশ্রের হিট গান 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না'। অথচ এই গানটাই গাইতে চাননি নির্মলা মিশ্র। স্বভাব চঞ্চল নির্মলার প্রিয় ছিল দ্রুত লয়ের গান। সেবার পুজোয় পুলক মজুমদার লিখেছিলেন অপেক্ষাকৃত ধীর লয়ের এই গান। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ।

স্বভাব চঞ্চল ছিলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের ডাক নাম ছিল ‘ঝামেলা’। সারাক্ষণ প্রাণশক্তিতে ভরপুর ছিলেন নির্মলা মিশ্র। বাংলা গানের একের পর এক হিট দেন এই শিল্পী। নির্মলা মিশ্রের হিট গান ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’। অথচ এই গানটাই গাইতে চাননি নির্মলা মিশ্র। স্বভাব চঞ্চল নির্মলার প্রিয় ছিল দ্রুত লয়ের গান। সেবার পুজোয় পুলক মজুমদার লিখেছিলেন অপেক্ষাকৃত ধীর লয়ের এই গান। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। ‘ঝামেলা’ নির্মলা বেঁকে বসলেন এত ‘স্লো’ গান গাইবেন না। মঞ্চে এই ধীর গান কেউ শুনবে না – যুক্তি নির্মলার। পুলক বন্দ্যোপাধ্যায় নচিকেতা ঘোষকে বলেন নির্মলার জন্য অন্য গান তিনি লিখতে পারবেন না। নচিকেতা যেন অন্য কোনও সঙ্গীতকারকে দিয়ে নির্মলার মনমতো গান লিখিয়ে নেন। নির্মলা নচিকেতার মায়ের স্মরণাপন্ন হয়েও সুবিধা করতে পারেননি। নচিকেতা নির্মলাকে বলেন এই গান না গাইলে তিনি কোনওদিন গান শেখাবেন না আর। ‘এমন একটি ঝিনুক’ গাইতে বাধ্য হন নির্মলা। রেকর্ড হয় বাংলা আধুনিক গানের এক মাইলফলক গান। ইতিহাস তৈরি হয়। পরবর্তীকালে বৃদ্ধাবস্থায় এই গানের গল্প করতে গিয়ে হেসে খুন হতেন নির্মলা। ৩১ জুলাই,২০২২ হৃদরোগে নির্মলা মিশ্রের প্রয়াণ হয় চেতলায়। রেখে যান বাংলা ও ওড়িয়ায় একরাশ অসামান্য গান। ও তোতা পাখি রে, তোমার আকাশ দুটি চোখে, আজ কোনও কাজ নেই নির্মলা মিশ্রের হিট গান।

Published on: Aug 19, 2023 02:31 PM