Nirmala Sitharaman, Income Tax: আয়করের হার ও স্ল্যাবে বদল করবেন অর্থমন্ত্রী?
২৩শে জুলাই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্তর মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন-পুরনো দুই করকাঠামোয় আয়করের হার ও স্ল্যাবে কিছু বদল আনতে পারেন তিনি।
২৩শে জুলাই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্তর মুখে একটা হাসি ফোটানোর চেষ্টা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন-পুরনো দুই করকাঠামোয় আয়করের হার ও স্ল্যাবে কিছু বদল আনতে পারেন তিনি। এখন ৩ লাখ টাকা পর্যন্ত আয়ে করের হার শূন্য। এটা ৩ লাখ থেকে কিছুটা বাড়তে পারে। নতুন কর কাঠামোয় ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া কার্যত আর কোনও ছাড় নেই। এই স্ট্যান্ডার্ড ডিডাকশনও কিছুটা বাড়াতে পারেন অর্থমন্ত্রী। আর পিপিএফে করমুক্ত বার্ষিক সঞ্চয়ের ঊর্ধ্বসীমা দেড় লাখ থেকে ৫০ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ টাকা করতে পারে সরকার।
সূত্রের খবর ব্যাঙ্কের কোষাগারে টান পড়াতে এই ফর্মুলার কথা ভাবছে কেন্দ্র। সেভিংস অ্যাকাউন্টের সুদের হার তলানিতে। ফিক্সড ডিপোজিটের সুদও ক্রমাগত কমছে। বিরোধীদের অভিযোগ যে এভাবে সরকার সাধারণ মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ আর মিউচুয়াল ফান্ডে লগ্নির দিকে ঠেলে দিয়েছে। তাতে ধস নামছে ব্যাঙ্কে জমা আমানতে। সমস্যা হওয়ায় এনিয়ে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলিও সরকারের কাছে দরবার করে। আর সেই কারণেই পিপিএফে করমুক্ত সঞ্চয়ের পরিমাণ বাড়ানো নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর পাচ্ছি। সেক্ষেত্রে পুরনো করকাঠামোয় ৮০সি’তে ছাড়ের ঊর্ধ্বসীমা দেড় লক্ষ টাকা থেকে বেড়ে কমপক্ষে ২ লক্ষ টাকা হতে পারে।
কর বাদে বাকি বিষয়ের কথা যদি ধরা হয়, তবে প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত লোনে সর্বাধিক ৯ লাখ টাকা সুদছাড়ের কথাও ঘোষণা হতে পারে এবারের বাজেটে। এখন চাকরিজীবীরা মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন পেলে পিএফে টাকা জমানোর সুযোগ পান। ১০ বছর পর বেতনের উর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করা হতে পারে। যাতে আরও বেশি মানুষ পিপিএফে যোগ দিতে পারেন। সেই ঘোষণা বাজেটেই করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
