বাংলায় এসে নিতিন নবীনের মুখেও সিঙ্গুর, আক্রমণ মমতাকে
নিতিন নবীন বলেন, “শক্তির আরাধনা দুর্গাপুজো থেকে হয়। সেটা এই বাংলা থেকে পুরো দেশে পৌঁছয়। কিন্তু মায়ের পুজোও রোখার চেষ্টা করে এই সরকার। আমি বলতে পারি, আজান পড়ার সময় কোনও সমস্যা হয় না। তবে দুর্গার আরাধনার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এটা কোনও হিন্দু বরদাস্ত করবে না। আমরা পরম্পরা রক্ষায় যে কোনও কুরবানি দেব। এখানে ভৌগলিক অবস্থান বদলের চেষ্টা চলছে।”
হিন্দুদের অস্তিত্ব বিপন্ন। হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। দুর্গাপুরের সভা থেকে এমনই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর অভিযোগ, বাংলায় দুর্গাপুজো করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়। অথচ নামাজ পড়ার সময় কোনও বাধা দেওয়া হয় না। বাংলায় ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে এভাবেই সরব হলেন নিতিন। নিতিন নবীন বলেন, “শক্তির আরাধনা দুর্গাপুজো থেকে হয়। সেটা এই বাংলা থেকে পুরো দেশে পৌঁছয়। কিন্তু মায়ের পুজোও রোখার চেষ্টা করে এই সরকার। আমি বলতে পারি, আজান পড়ার সময় কোনও সমস্যা হয় না। তবে দুর্গার আরাধনার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এটা কোনও হিন্দু বরদাস্ত করবে না। আমরা পরম্পরা রক্ষায় যে কোনও কুরবানি দেব। এখানে ভৌগলিক অবস্থান বদলের চেষ্টা চলছে।”