Supreme Court: শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতির
ভার্চুয়ালি শুভেন্দু হাজির থাকতে পারবেন। ৬ ফ্রেবরুয়ারি শুনানি। নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। বিজেপি বিধায়কের বিরুদ্ধে গত ০২.০১.২৬ তারিখে চাঁচল থানায় প্রসূণ বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তির দায়ের করা একটি এফআইআর (FIR) খারিজ করার আবেদন নিয়ে এই আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
চাঁচলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR খারিজ ও CBI তদন্ত আর্জি। শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়। তদন্তে সহযোগিতা করার নির্দেশ। ভার্চুয়ালি শুভেন্দু হাজির থাকতে পারবেন। ৬ ফ্রেবরুয়ারি শুনানি।
নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। বিজেপি বিধায়কের বিরুদ্ধে গত ০২.০১.২৬ তারিখে চাঁচল থানায় প্রসূণ বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তির দায়ের করা একটি এফআইআর (FIR) খারিজ করার আবেদন নিয়ে এই আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
Published on: Jan 15, 2026 04:27 PM