Bangladesh: শিলিগুড়িতে বাংলাদেশিদের No Entry! কেন?

|

Dec 26, 2025 | 1:55 PM

Bangladesh Update: নৈরাজ্য গ্রাস করেছে বাংলাদেশকে। চলছে হিন্দু সংখ্যালঘুদের নৃশংস হত্যালীলা। সংখ্যালঘুদের উপরে অত্যাচারে আগেই সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। এবার গর্জে উঠল সাধারণ মানুষও। আর প্রথমেই কড়া পদক্ষেপ। বাংলাদেশিদের জন্য ঝুলল নো এন্ট্রি বোর্ড।

নৈরাজ্য গ্রাস করেছে বাংলাদেশকে। চলছে হিন্দু সংখ্যালঘুদের নৃশংস হত্যালীলা। সংখ্যালঘুদের উপরে অত্যাচারে আগেই সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। এবার গর্জে উঠল সাধারণ মানুষও। আর প্রথমেই কড়া পদক্ষেপ। বাংলাদেশিদের জন্য ঝুলল নো এন্ট্রি বোর্ড। মালদহ, শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আর হোটেল রুম দেওয়া হবে না বাংলাদেশি নাগরিকদের। দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশিদের হোটেলে রুম দেওয়া হবে না। তবে মানবিকতার খাতিরে মেডিক্যাল ভিসায় যারা আসছিলেন, তাদের হোটেল রুম দেওয়া হচ্ছিল। তবে এবার সেটাও বন্ধ করে দেওয়া হল।