Supreme Court: SIR শুনানিতে সময় বৃদ্ধি নয়: সুপ্রিম কোর্ট
তামিলনাড়ুর SIR সংক্রান্ত শুনানির সময় কপিল সিবল বলেন, “সুনির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে হলে প্রত্যেক দিন নয় লক্ষ মানুষের শুনানি করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র এক লক্ষ মানুষের শুনানি হয়েছে। শুনানির সর্বশেষ তারিখ সাত ফেব্রুয়ারি। এই বিষয়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তারা নির্ধারিত সময়ের মধ্যে এই শুনানি প্রক্রিয়া শেষ করতে পারবে না।”
তথ্য গড়মিলের শুনানির সময় বৃদ্ধির সাড়া দিল না সুপ্রিম কোর্ট। মামলা দায়ের করে প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে বলে সওয়াল কমিশনের আইনজীবীর। সেখানেই বুধবার তামিলনাড়ুর এসআইআর (SIR) সংক্রান্ত শুনানির সময় পশ্চিমবঙ্গ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তামিলনাড়ুর SIR সংক্রান্ত শুনানির সময় কপিল সিবল বলেন, “সুনির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে হলে প্রত্যেক দিন নয় লক্ষ মানুষের শুনানি করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র এক লক্ষ মানুষের শুনানি হয়েছে। শুনানির সর্বশেষ তারিখ সাত ফেব্রুয়ারি। এই বিষয়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তারা নির্ধারিত সময়ের মধ্যে এই শুনানি প্রক্রিয়া শেষ করতে পারবে না।”