Bihar Election Result: যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক, বাংলায় মহিলা-ভোট পাবে না তৃণমূল: লকেট
Bihar Election Result: মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য মোদীর ওপর আস্থা রেখেছেন, বিহারের নীতীশ কুমারের ওপর আস্থা রেখেছেন। ” লকেট চট্টোপাধ্যায় বললেন, "যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক, বাংলায় মহিলা-ভোট পাবে না তৃণমূল"। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "বাংলার মাটি আলাদা।"
হুগলি: বিহারের জয়ে উজ্জীবিত বঙ্গ বিজেপি। এবার টার্গেট বাংলা। অঙ্গ (বিহার), কলিঙ্গ (ওড়িশার) পর এবার বঙ্গ। বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন বিহার নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে, তখন অন্যদিকে, বাংলায় বিধানসভায় লাড্ডু বিলি করলেন শুভেন্দু। ওড়ালেন আবিরও। শুভেন্দু বললেন, “অপারেশন সিঁদুরের পর প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য মোদীর ওপর আস্থা রেখেছেন, বিহারের নীতীশ কুমারের ওপর আস্থা রেখেছেন। ” লকেট চট্টোপাধ্যায় বললেন, “যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক, বাংলায় মহিলা-ভোট পাবে না তৃণমূল”। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “বাংলার মাটি আলাদা।”
