Ghatal Bridge Problem: প্রয়াত মন্ত্রীর উদ্বোধন করা সেতু এখন…
ঘটা করে উদ্বোধন করেছিলেন তৎকালীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,নাম দেয়া হয়েছিল ভগবতী সেতুর। আর সেই সেতু নির্মাণে,আড়াই বছর ধরে আড়াই টি পিলারের কাজ হয়েছে, ধীর গতিতে ব্রিজ তৈরির অভিযোগ স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকা।
ঘটা করে উদ্বোধন করেছিলেন তৎকালীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,নাম দেয়া হয়েছিল ভগবতী সেতুর। আর সেই সেতু নির্মাণে,আড়াই বছর ধরে আড়াই টি পিলারের কাজ হয়েছে, ধীর গতিতে ব্রিজ তৈরির অভিযোগ স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এলাকা।মনসুকা এক ও দুই গ্রাম পঞ্চায়েতের মাঝে বয়ে গিয়েছে ঝুমি নদী।প্রতিবছর ঝুমি নদীর জলে প্লাবিত হয় মনসুকার বিস্তীর্ণ এলাকা। হুগলি থেকে মনসুকা পেরিয়ে ঘাটালে আসেন বহু মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন ঝুমি নদী দিয়ে ।হাসপাতাল, স্কুল, কলেজ,হাট বাজার সহ নানান কাজে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের আসতে হয় ঘাটাল মহকুমা শহরে। ঝুমি নদীর উপর নেই কোন স্থায়ী সেতু তাই বাঁশের সাঁকো নৌকো চড়ে চলে ঝুমি নদী পারাপার। স্থানীয়দের চাহিদাকে মাথায় রেখেই ২০২১ সালের ২২ শে জানুয়ারী তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ঝুমি নদীর উপর কংক্রিটের সেতুর শীলান্যাস করেন, গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে প্রায় কুড়ি কোটি টাকা অনুমোদিত হয়, শুরু হয় ব্রিজ তৈরীর কাজ। সেই সেতু আজও নির্মাণ না হওয়ায় দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর অবশ্য পুরো অভিযোগটি চাপিয়েছেন ঠিকাদারি সংস্থার উপর, তার দাবি খুব ধীর গতিতে কাজ হচ্ছে জেলাশাসকও এই নিয়ে ঠিকাদারি সংস্থাকে ধমক দিয়েছেন। আমরা চাই ব্রিজের কাজ দ্রুত হোক। আড়াই বছর ধরে আড়াইটি পিলারের কাজ হয়েছে, বর্তমানে ব্রিজ তৈরির কাজ বন্ধ।স্থানীয় মানুষ চাইছেন দ্রুতগতিতে তৈরি হোক ব্রিজ। এখন ব্রিজের কাজ কবে সম্পন্ন হবে, সেই দিকেই তাকিয়ে শতাধিক গ্রামের বাসিন্দারা।