SIR নিয়ে অযথা তাড়াহুড়ো হচ্ছে: অমর্ত্য সেন
SIR in Bengal: তাঁর মতে, কমিশন যেভাবে তাড়াহুড়ো করে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চালাচ্ছে, তা সুস্থ গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাঁর সাফ কথা, সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে নিজেদের ভোটাধিকার প্রমাণের জন্য সংশ্লিষ্ট ভোটাররা যথাযথ সময় পাচ্ছেন না। ভোটার তালিকায় নাম যাচাইয়ের জন্য কদিন আগে তাঁর কাছেও এসেছিল নোটিস।
বাংলায় পুরোদমে চলছে এসআইআর। এবার ভোটার তালিকার সেই নিবিড় সংশোধন নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। তাঁর মতে, কমিশন যেভাবে তাড়াহুড়ো করে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চালাচ্ছে, তা সুস্থ গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাঁর সাফ কথা, সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে নিজেদের ভোটাধিকার প্রমাণের জন্য সংশ্লিষ্ট ভোটাররা যথাযথ সময় পাচ্ছেন না। ভোটার তালিকায় নাম যাচাইয়ের জন্য কদিন আগে তাঁর কাছেও এসেছিল নোটিস। তা নিয়েও খানিক ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় প্রবীণ অর্থনীতিবিদকে।