BJP: ‘এবার বাংলার পালা, তৃণমূল এবার সামলা’, উচ্ছ্বাসে ফেটে পড়লেন পদ্ম কর্মীরা
BJP Wins: ২০২০ সালে পদ্ম শিবির পায় ৭৪ আসন। কিন্তু ২০২৫ সালের আসন সংখ্যা যেন ভেঙে দিল সব রেকর্ড। বিহারে জয়ে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। বিহার, ওড়িশার পর এবার নজরে বাংলা। আবির মেখে এক পদ্ম সমর্থক তো বলেই উঠলেন, এবার পশ্চিমবঙ্গের পালা, তৃণমূল এবার সামলা।
কলকাতা: ২০১০ সালের বিধানসভা ভোটে বিহারে বিজেপির খাতায় এসেছিল ৯১ আসন। ২০১৫ সালে কমে দাঁড়ায় ৫৩ আসনে। ২০২০ সালে পদ্ম শিবির পায় ৭৪ আসন। কিন্তু ২০২৫ সালের আসন সংখ্যা যেন ভেঙে দিল সব রেকর্ড। বিহারে জয়ে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। বিহার, ওড়িশার পর এবার নজরে বাংলা। আবির মেখে এক পদ্ম সমর্থক তো বলেই উঠলেন, এবার পশ্চিমবঙ্গের পালা, তৃণমূল এবার সামলা। এখানে এত দুর্নীতি হয়েছে ১৪ বছরে তার জবাব ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ এই তৃণমূল সরকারকে দিতে প্রস্তুত রয়েছে। তাই আমাদের নেতারা বলছেন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন।

